অতীত ফিরে আসবে না
অতীতের স্মৃতিচারণ, অতীতকে আঁকড়ে ধরা, অতীত ভেবে বিষন্ন- বিমর্ষ ও যন্ত্রণা হওয়া এক ধরনের নির্বোধিতা; পাগলামি,
এটা এক প্রকার আত্মহনন, আত্মপত্যয় ধ্বংস ও বর্তমান জীবনকে নষ্ট করার নামান্তর, কেননা অতীত ক্যানভার্স জ্ঞানীজনের কাছে ধূলিমলিন-পর্দামৃত, বুদ্ধিমানগণ অতীতের সব গ্লানি আর দুঃখসহ স্মৃতিগুলো ভুলে এগিয়ে যান এগিয়ে যান সম্মুখে,
আত্মপ্রত্যয়ে, দৃঢ় সংকল্প নিয়ে , কষ্টের দিনক্ষণ গুনে যন্ত্রনা দত্ত হন না , নীরবে ; নিভৃতে; আর মোড়া দিয়ে জেগে উঠেন নতুন ছোঁয়ায়, প্রথম বৃষ্টি স্নিগ্ধ পত্র পল্লবের মতো, তাদের পথে বাধা হয় না ফেলে আসা অতীত,
কারণ, সেসব আজ পতিত, বিস্মিত অথৈ জলে নিমজ্জিত, তলিয়েছে অন্ধকার গহবরে, আজ সেসব কেবল-ই উপখ্যান, সুতরাং স্মৃতিচারণ আর দুঃখবোধ পূরণ করতে পারেনা তার ক্ষতি, তার সংশোধন করতে পারেনা বিষন্নতা, হতাশাও পারবে না সেসব পুনরুজ্জীবিত করতে, বস্তুত অতীত চিরকাল-ই অতীত; অস্থিহীনতা,
আর দেখবে না অতীতের দুঃস্বপ্ন,
ছাড়ুন হারানো বস্তুর মিছে আসা, অতীতের ভুতের আবির্ভাব থেকে রক্ষা করুন নিজেকে, আপনি কি মনে করেন সূর্যকে তার উদয়াচলে, শিশুকে তার মাতৃজঠরে, দুধকে পশুর ওলানে কিংবা অশ্রুকে আঁখিতে ফিরিয়ে দিতে পারবেন?
আদৌ নয়, অতীত স্মৃতি মনস্থ আর অতীতের গঠনাবলী নিয়ে অনবরত চিন্তাভাবনা করে আপনি শুধু পারবেন নিজের এক ভয়াবহ ও শোচনীয় পরিণতি ঘটাতে,
অতীত নিয়ে বেশি চিন্তাভাবনা শুধু বর্তমানের অপচয়, এজন্য অতীত জাতির কার্যকলাপ উল্লেখ্য করে আল্লাহ তা'আলা বলেন-- تلك امه قد دخلت "তারা ছিল এমন-ই এক জাতি যা অতীত হয়ে গিয়েছে "
ফেলে আসা দিনগুলো অতীত,শেষ,ইতিহাসের চাকা আর উল্টোদিকে ঘুরবে না
পিছনে টেনে নেবেন না তাকে, এভাবে অতীতের ময়না তদন্ত করে আপনার কোন লাভ হবে না,
অতীতের চিন্তায় বিমুর ব্যক্তি তো করাত দিয়ে কাঠের গুড়ো বিদারণে লিপ্ত ব্যক্তির মতো, অতীত নিয়ে অধিক কান্নাকাটি হতাশ ও অধিক দুঃখ কারী ব্যক্তিকে প্রাচীনকালে বলা হত -- ا لا تخرج الاموات من قبورهم
'মৃতকে তাদের কবর থেকে তুলে এনো না'
আক্ষেপের কথা হল! বর্তমানের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আর থাকলেও অতি নগণ্য, আমরা অবহেলায় নষ্ট করি নিজেদের রাত্র প্রসাদ, আর কাঁদি ধংশ -বিরান দালান-কোঠার মিছে মায়ায়, করি হাউ মাউ,
প্রকৃতপক্ষে মানব দানব সকলে মিলে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা নিশ্চিত ব্যর্থ হবে, পৃথিবীর সব কিছুই এগিয়ে চলছে সম্মুখপ্রাণে, প্রহর গুনছে একটি নতুন ঋতুর; অধীর আগ্রহে , আপনি কি তাই করুন?
0 Comments